ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় পর্যটন কেন্দ্র ঊনকোটি পরিদর্শনে রাজ্যপাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
ত্রিপুরায় পর্যটন কেন্দ্র ঊনকোটি পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিক পর্যটন কেন্দ্র ঊনকোটি পরিদর্শন করেছেন রাজ্যপাল রমেশ বৈশ্য।

সোমবার (২১ অক্টোবর) সপরিবারে এ পর্যটন কেন্দ্র পরিদর্শনে যান তিনি।  

ঊনকোটি ঘোরা শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাজ্যপাল বলেন, বইপত্রে ঊনকোটি সম্পর্কে যে সব তথ্য দেওয়া হয়েছে, তার চেয়ে অনেক বেশি ইতিহাস সমৃদ্ধ এ জায়গা।

অনেক আগেই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় এর অর্ন্তভুক্ত হওয়া উচিত ছিল, কিন্তু এখনো তা হয়ে ওঠেনি। দেশ-বিদেশের পর্যটকরা যাতে এখানে আসতে পারে সেটি মাথায় রেখে সবাইকে কাজ করার আহ্বান জানান রমেশ বৈশ্য।

আগরতলা থেকে প্রায় দুইশ’ কিলোমিটার দূরে ঊনকোটি জেলার বেলকম টিলা পাহাড়ে ঊনকোটি পর্যটন কেন্দ্র। কবে, কারা এখানকার ভাস্কর্যগুলো তৈরি করে তার সঠিক ইতিহাস আজও অজানা।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এসসিএন/এবি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।