ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় উদযাপিত হলো নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
ত্রিপুরায় উদযাপিত হলো নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী

আগরতলা (ত্রিপুরা): ভারতের স্বাধীনতার অন্যতম কাণ্ডারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের মাঠে।

এখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিক্ষা দফতরের মন্ত্রী রতন লাল নাথ।

এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর পরিষদের পুরপারিষদ রত্না দত্ত, বিশ্বনাথ সাহাসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ ভারতের জাতীয় পতাকা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ এর পতাকা উত্তোলন করেন।

এরপর রঙিন বেলুন উড়িয়ে এ বছরের সুভাষচন্দ্র বসুর জন্মদিনের বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।

রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের প্রতিটি স্কুল-কলেজসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নেতাজির জন্মদিন উদযাপিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এসসিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।