ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

সীমান্ত ঘেঁষা ঘনিয়াসাধুপাড়া এলাকায় ১৪০ কেজি গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ৭, ২০২০
সীমান্ত ঘেঁষা ঘনিয়াসাধুপাড়া এলাকায় ১৪০ কেজি গাঁজা জব্দ

আগরতলা(ত্রিপুরা): করোনা ভাইরাসের আতঙ্কে যখন গোটা বিশ্ব কাঁপছে এই সময়ও মাদক কারবারিরা পাচার বাণিজ্য অব্যাহত রেখেছেন। বরং সাধারণ মানুষ যখন করোনার বিষয় নিয়ে ব্যস্ত ও ঘরবন্দি এই সুযোগকে কাজে লাগিয়ে পাচার বাণিজ্যে আরো গতি পেয়েছে তাদের।

এরপরও পুলিশের নজরদারীতে বিপুল পরিমাণ মাদক জব্দ করতে সক্ষম হলো পশ্চিম জেলার অন্তর্গত সিধাই থানার পুলিশ। মোহনপুর মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) কমল মজুমদার বৃহস্পতিবার (৭ মে) সংবাদ মাধ্যমকে জানান, ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ঘনিয়াসাধুপাড়া এলাকার বাসিন্দা অনন্ত দেববর্মার বাড়ি থেকে শুক্ন গাঁজা জব্দ হয়।

 

তিনি আরো জানান, আগাম খবরের ভিত্তিতে পুলিশ বুধবার (৬ মে) রাতে অনন্তের বাড়িতে অভিযান চালান এবং একটি ঘর থেকে ১৩ গাঁজা ভর্তি বস্তা জব্দ করে। এই বস্তাগুলোতে মোট ১৪০কেজি গাঁজা জব্দ হয়। সেই সঙ্গে মাদক কারবারী অনন্ত দেববর্মাকেও আটক করতে সক্ষম হয়।  

এসডিপিও আরো জানান, আটক অনন্তের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে সিধাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৭লাখ রুপি। এগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ০৭ , ২০২০
এসসিএন/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।