ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০২০
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুমকি

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব’র সরকারি বাসভবন ঘেরাও করার হুমকি দিলেন কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই’র সহ-সভাপতি সম্রাট রায়।

করোনা ভাইরাস’র কারণে যেহেতু ত্রিপুরা রাজ্যের সকল ডিগ্রী কলেজের পাঠদান সঠিকভাবে করানো সম্ভব হয়নি। এমনকি সময়মতো পরীক্ষাও নেওয়া যায়নি।

তাই ছাত্র-ছাত্রীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা, ছাত্র-ছাত্রীদের বৃত্তি হিসেবে ২৫০০ রুপি করে অনুদান প্রদানের দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি। এছাড়া রাজ্য জুড়ে সংঘটিত হওয়া বইয়ের কালোবাজারি অবিলম্বে বন্ধ করারও দাবি করেছেন নেতারা।

এই সকল দাবিকে সামনে রেখে এনএসইউআই’র তরফে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-এর সঙ্গে দেখা করতে চান সহ-সভাপতি সম্রাট রায়সহ এক প্রতিনিধি দল। কিন্তু তাদের তরফে একাধিকবার মুখ্যমন্ত্রীর অফিসে আবেদন জানানোর পরও তাদেরকে সময় দেওয়া হয়নি বলে অভিযোগ। তাই তারা বাধ্য হয়ে বুধবার (২৪ জুন) পশ্চিম জেলার জেলা প্রশাসক’র কাছে ছাত্র ছাত্রীদের স্বার্থ সম্বলিত তাদের দাবি সনদটি তুলে দেন মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য।

এদিন রাজধানী আগরতলার অফিস লেনে অবস্থিত পশ্চিম জেলার জেলাশাসক’র অফিসে গিয়ে তাদের দাবি সনদ তুলে দেন।

তখন সংগঠনের সহ-সভাপতি সম্রাট রায় সংবাদ মাধ্যমের কাছে জানান, যদি আগামী পাঁচ দিনের মধ্যে মুখ্যমন্ত্রী তাদের আহ্বানে সাড়া না দেয় তবে তারা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও করবেন।

এখন দেখার বিষয় তাদের এ আবেদনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০২০
এসসিএন/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।