ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আগরতলা

বাংলাদেশে বিড়ি পাচারকালে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, জুলাই ১৭, ২০২০
বাংলাদেশে বিড়ি পাচারকালে আটক ১

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশে পাচারকালে কনকপুর এলাকা থেকে বিড়ি বোঝাই একটি অটোগাড়ি আটক করেছে ত্রিপুরার ঊনকোটি জেলার অন্তর্গত কৈলাশহর থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বিড়ি বোঝাই ওই অটোগাড়িটি আটক করা হয়। জব্দকৃত ওই অটোগাড়িকে দুই লাখ ৫২ হাজার বিড়ি ছিল।

এ বিষয়ে পুলিশের সাব ইন্সপেক্টর বিক্রম দেববর্মা বাংলানিউজকে জানান, ওই অটোগাড়ির চালক জামাল মিয়া কৈলাশহর বাজার থেকে বিড়ি বোঝাই করে সীমান্তবর্তী লাঠিউড়া এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিড়ি বোঝাই গাড়িসহ তাকে আটক করা হয়। জব্দ হওয়া বিড়ির বাজার মূল্য এক লাখ রুপির বেশি।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
এসসিএন/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।