ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত

আগরতলা, (ত্রিপুরা): প্রতি বছরের মতো এ বছরও আগরতলার শিশু বিহার এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে রাখি বন্ধন উৎসব।

মঙ্গলবার (২৪ আগস্ট) এ উৎসব অনুষ্ঠিত হয়।

এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সদস্যরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে রাখি পরিয়ে দেন।

রাখি বন্ধন উৎসব সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, উৎসব মূলত একে অপরকে রক্ষা করার মন্ত্র। এই উৎসব যুগ যুগ ধরে আমাদের সংস্কৃতিতে রয়েছে। প্রতি বছরই নারী মোর্চার সদস্যরা হাতে রাখি পরিয়ে আমার দীর্ঘায়ু কামনা করেন। তাই আমিও তাদের দীর্ঘায়ু কামনা করি।

তিনি আরও বলেন, তাদের এই অনুপ্রেরণা থেকে অনুপ্রাণিত হয়ে আমি কাজ করার শক্তি পাই। রাজ্যবাসী সুস্থ স্বাভাবিক থাকুক সর্বদা এ কামনাই করি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।