ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে সিপিআইএমের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে সিপিআইএমের মিছিল দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে সিপিআইএমের মিছিল

আগরতলা(ত্রিপুরা): ত্রিপুরা রাজ্য জুড়ে দলীয় কার্যালয়ে ও সংবাদপত্রের অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিরোধী দল সিপিআইএম।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মিছিলটি আগরতলার মেলারমাঠ এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

মিছিলের শুরুতে সিপিআইএম দলের নেতা এবং সাবেক মন্ত্রী পবিত্র কর অভিযোগ করে বলেন, বুধবার (৮ সেপ্টেম্বর) দিন থেকে রাত পর্যন্ত সারা রাজ্যে ৫০টিরও বেশি অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এছাড়া এদিন সংবাদপত্র অফিসেও হামলা করা হয়েছে।  

তিনি আরও বলেন, এভাবে হামলা করে সিপিআইএম দলকে আটকে রাখা যাবে না। সব ধরনের বাধাকে উপেক্ষা করে এই দল মানুষের জন্য কাজ করে যাবে।  

বিক্ষোভ মিছিলে সিপিআইএমের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এসসিএন/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।