ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিভিন্ন ইস্যুতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
বিভিন্ন ইস্যুতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বৈঠক

আগরতলা (ত্রিপুরা): রাজ্যের সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতারা বৈঠক করেছেন।

শনিবার (২৩ অক্টোবর) রাজধানী আগতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এ বৈঠকের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, দলের ত্রিপুরা রাজ্যের আটটি জেলার সভাপতি ও  প্রতিটি সাংগঠনিক ব্লকের সভাপতিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের ২০টি পৌরসংস্থার নির্বাচনে তাদের দলের প্রচারের বিষয় কি হবে ও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি পৌর সংস্থাগুলোর নির্বাচনে দলের কৌশল কি হবে এসব বিষয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে নিখিল ভারত কংগ্রেস কমিটির পক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।  

রাজ্যে বর্তমানে দ্রব্যমূল্য বাড়ায় নাজেহাল সাধারণ মানুষ উল্লেখ করে বিরজিত সিনহা বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ। এ ইস্যুতে রাজ্য সরকারকে চাপে ফেলতে তারা আগামীতে কর্মসূচি দেবেন।

পৌর সংস্থাগুলোর নির্বাচনে কংগ্রেস দল অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিরজিত সিনহা বলেন, এ বিষয়টি নিয়ে দল এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।