আগরতলা (ত্রিপুরা): বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের সদস্যরা।
সোমবার (২৫ অক্টোবর) এ কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জিবি হাসপাতালে কর্মরত রয়েছেন পাঁচ শতাধিক অনিয়মিত সাফাই কর্মী। কিন্তু গত দুই মাস ধরে তাদের বেতন দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এমন অভিযোগে তারা মেডিক্যাল কলেজের প্রধান গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
সংঘের সম্পাদক তনুজ সাহা জানান, তারা প্রথম থেকেই সরকারকে সহযোগিতা করে আসছেন। তাই তারা কাজ শেষ করে দুপুরের পর বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করেন। তারা চান না তাদের আন্দোলনে হাসপাতালে আসা রোগীদের সমস্যা হোক। এজন্য তারা সহযোগিতামূলক পরিবেশের মধ্যে আন্দোলন করছেন। সরকার যেন তাদের সমস্যার কথা চিন্তা করে বেতন মিটিয়ে দেন, সে আবেদন করেছেন তিনি।
বিক্ষোভ কর্মসূচির পরে তারা মেডিক্যাল সুপারেনটেনডেন্টের কাছে গিয়ে ডেপুটেশন দেবেন বলে জানান।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর, ২০২১।
এসসিএন/জেডএ