ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সালতামামি

আলোচিত উক্তি-২০১৩ (আপডেটেড)

নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
আলোচিত উক্তি-২০১৩ (আপডেটেড) ছবি: সংগৃহীত

ঢাকা: আর ঘণ্টাকয় পরই কালের গর্ভে চলে যাচ্ছে ঘটনাবহুল, বহুল-আলোচিত ২০১৩ সাল। আসছে আরও একটি নতুন সাল।

আর ২০১৩ সালে করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি এরশাদেরসহ বেশ কয়েকজনের আলোচিত উক্তি নিচে উল্লেখ করা হলো। ২০১২ সালেও এরকম আমরা অনেক উক্তি পেয়েছিলাম যা নিয়ে অনেক মাতামাতি হয়েছিল।

একচুলও নড়বো না
‘জনগণ আমাদের ভোট দিয়েছে। সংবিধান সংশোধন করেছি। যা হবে সংবিধান মোতাবেক হবে। তা থেকে একচুলও নড়া হবে না, ব্যাস। যথাসময়ে সংবিধান মোতাবেক বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ’

- ১৮ আগস্ট ঢাকায় হঠাৎ ডাকা এক সংবাদ সম্মেলনে বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি পুরোপুরি নাকচ করে প্রধানমন্ত্রী হাসিনা এ কথা বলেন।

নির্বাচনের `ট্রেন` মিস করেছেন
•    বিরোধীদলীয় নেতা নির্বাচনের `ট্রেন` মিস করেছেন। তিনি এ নির্বাচনে আসতে পারবেন না। তবে বিরোধী দলের সঙ্গে যে আলোচনা চলছে, নির্বাচনের পরও তা চলবে। সে আলোচনার মধ্য দিয়ে আমরা যদি সমঝোতায় আসতে পারি আর তিনি যদি হরতাল-অবরোধ ও মানুষ হত্যা বন্ধ করেন, তা হলে প্রয়োজনে সংসদ ভেঙে দিয়ে আবারও নির্বাচন দেওয়া হবে।

-    ডিসেম্বর ১৯’ ২০১৩ গণভবনে দলের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।   

‘আর কোনো অসাংবিধানিক সরকার আনার চেষ্টা করবেন না। তাতে কারও লাভ হবে না। নির্বাচনই হবে না। ’    প্রধানমন্ত্রী-২৩ জুন’২০১৩ জাতীয় সংসদে এ কথা বলেন।

গোপালগঞ্জের নামই বদলে যাবে
•    হাসিনার দালালি করে লাভ হবেনা। দেশের মানুষের সঙ্গে থাকুন। দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জ আর থাকবে না।

-  ২৯ ডিসেম্বর গুলশানের বাসার সামনে পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


সব চুল উড়ে যাবে
বেশি আস্ফালন করবেন না, এত লাফালাফি করা ভালো নয়। জনগণের আন্দোলনের বাতাসে এক চুল কেন, সব চুল উড়ে যাবে। এমন বাতাস শুরু হতে যাচ্ছে যে, সব চুল এলোমেলো হয়ে দিশেহারা হয়ে পড়বেন, নড়ে যাবেন।

-    সংবিধান থেকে এক চুলও নড়বো না` আগামী নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের জবাবে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গত ১৯ আগস্ট রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন।

গন্ধ পাচ্ছি, আ.লীগই ক্ষমতায় আসবে
•    ‘আমার কাছে কোনো গোপন তথ্য নেই। তবে একজন রাজনীতিবিদ হিসেবে আমি গন্ধ পাচ্ছি, নির্বাচন হবেই। ইনশাআল্লাহ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরাই জয়ী হব। আওয়ামী লীগই আগামীবার ক্ষমতায় আসবে। ’

-    ২৯ জুলাই’ ২০১৩ রাজধানীর ইস্কাটনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির ইফতার মাহফিলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম একথা বলেন।


যারা চরিত্রবান, নারী দেখলে তাদের জিহ্বায় পানি আসে না
•    যারা চরিত্রবান, নারী দেখলে তাদের জিহ্বায় পানি আসে না। চরিত্রবান পুরুষ নারীদের পায়ের দিকে চায়, মুখের দিকে তাকায় না।

-   ২ আগস্ট’ ২০১৩ শেরপুরে চাল ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে আল্লামা শফীর তেঁতুল তত্বের সমালোচনা করতে গিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ মন্তব্য করেন।

ইউনূস সাহেব আর গ্রামীণব্যাংক দখল করতে পারবেন না
•    যতই চিৎকার করুন না কেন ইউনূস সাহেব আর গ্রামীণব্যাংক দখল করতে পারবেন না। কোনোদিনই পারবেন না। -   ১৪ আগস্ট সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ইউনূস প্রসঙ্গে বলেন অর্থমন্ত্রী আবুল মা’ল আবদুল মুহিত।

•    ছাত্রসমাজ (মদন মোহন কলেজের)বদমাশ হয়ে গেছে।

-  সিলেটের মদন মোহন কলেজে ভর্তি বাণিজ্য প্রসঙ্গে ২৪ সেপ্টেম্বর সিলেটের এক প্রোগ্রামে এ কথাও বলেন অর্থমন্ত্রী।

আমার কাছে তথ্য আছে
‘সামনে নির্বাচন নিয়ে অনেকেই ভয়ে আছে, আমাদের সরকার কি আবার ক্ষমতায় আসবে? আমার কাছে তথ্য আছে, আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসবে। ’

- জুলাই ২৩, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী যুবলীগের সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একথা বলেন।

দুদকে ধরলে ৩১ ঘা
•    আমি মাঝে মাঝে বলি, বাঘে ধরলে ১৮ ঘা, পুলিশে ধরলে ২১ ঘা, আর দুদকে ধরলে ৩১ ঘা। এখন শুধু দুদকের ঘা-টা ই আছে, আর কিছু নেই।

-    ১৯ জুন ২০১৩-দুদকের বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমান তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।
  
ঘড়ির কাঁটা ধরে ট্রেন ছাড়া সম্ভব না
•    ঘড়ির কাঁটা ধরে ট্রেন ছাড়া সম্ভব নয়।
--  ১৩ অক্টোবর’ ২০১৩ ট্রেনের শিডিউল বিপর্যয় সম্পর্কে প্রশ্নের জবাবে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের একথা বলেন।

•    দেশের দুর্নীতি অর্ধেক কমে যাবে, যদি রাজনীতিকরা ভালো হয়ে যায়। রাজনীতিবিদরা ভালো হলে দেশ ভালো হয়ে যাবে।
-- ৫ অক্টোবর রাজধানীতে ‘স্যালুট টু পুলিশ’ শীর্ষক  সেমিনারে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।

গ্রেফতারের চেষ্টা করলে আত্মহত্যা করবো
‘আমাকে যদি গ্রেফতারের চেষ্টা করা হয়, তবে এর আগেই আত্মহত্যা করবো। এজন্য আমার পিস্তলে যে বুলেট লোড আছে, সেগুলো দিয়েই আমি আত্মহত্যা করবো। ’

-৫ ডিসেম্বর রাত সোয়া ১১টায় রাজধানীর বারিধারায় নিজ বাসভবন প্রেসিডেন্ট পার্কের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচনে না গেলে মানুষ থুথু দেবে
•    এই সরকারকে সরাতে হলে নির্বাচন দরকার। নির্বাচনে না গেলে মানুষ থুথু দেবে। শুধু আমাকেই নয়, সব রাজনীতিককেই থুথু দেবে।

- ১৮ নভেম্বর বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরশাদ এসব কথা বলেন

দু-একটি বাস গাড়ি ভাঙলে হবে না
•    দু-একটি বাস গাড়ি ভাঙলে হবে না। রাস্তায় নামতে হবে।
-  ২০ নভেম্বর ২০১৩ মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসক্লাবে একটি প্রোগামে ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে একথা বলেন।

গণতন্ত্রের খোলস আছে, প্রাণ নেই
•    বাংলাদেশে গণতন্ত্রের খোলস আছে, প্রাণ নেই। গণতন্ত্রের নামে এখানে আছে নির্বাচিতদের স্বেচ্ছাচার। হালুয়া-রুটির রাজনীতিতে দুর্নীতির বিচার নেই। ২লাখ দুর্নীতির ঘটনা ঘটলে ২টির বিচার হয়।

-- রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ২২ আগস্ট টিআইবির সম্মেলনে ড. আকবর আলী খান একথা বলেন।

 ‘আমের রস আর গাবের রস কখনো এক হয় না’

•    ‘আমের রস আর গাবের রস কখনো এক হয় না। ’
-- দু নেত্রীর আলোচনা হবে না উল্লেখ করে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী একথা বলেন। ২৮ এপ্রিল রায়পুরে আ’লীগের এক কর্মীসভায় তার এ মন্তব্য।

পিলার ধরে টানা হেঁচড়ায় রানা প্লাজা ধ্বস
•    হরতাল সমর্থক লোকজন কারখানা বন্ধ করার জন্য ফাটল ধরা স্তম্ভ নিয়ে টানাহেঁচড়া করেন। এর ফলে ধস হয়েছে কি না তা তদন্ত করে দেখতে হবে।
-    সাভারের রানা প্লাজা ধসের কারণ বলতে গিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গত ২৫ এপ্রিল এ উক্তি করেন।


জামায়াতের রাজনীতি নিষিদ্ধ  করা সময়ের ব্যাপার
•    জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র। আইনের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে।
-এপ্রিল ১৫, রাজধানীতে ঢাকা মহানগর ১৪দল আয়োজিত সমাবেশে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

•    ভালো ভালো পরিকল্পনা নষ্ট হয়ে যায় রাজনৈতিক ক্ষমতাধরদের জন্য।
- নগর পরিকল্পনার ত্রুটি উল্লেখ করে নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম ২৫ মে, ২০১৩ ঢাকায় এক সেমিনারে এ মন্তব্য করেন।

•    সংলাপে যাদের বসার কথা, একপক্ষ প্রলাপ বকছে, আরেক পক্ষ বিলাপ করছে।
-- গত ১০ অক্টোবর নাগরিক ঐক্যের সেমিনারে এ কথা বলেন প্রবীণ সাংবাদিক এবিএম মুসা।

•    সরকার শুধু মনে করে রাষ্ট্র শুধু তার। জনগণ যে গুরুত্বপূর্ণ তা সরকার মনে রাখতে চায় না।
-  গত ৮ অক্টোবর এনজিও সমাবেশে আইন ও শালিসকেন্দ্রের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল একথা বলেন।

•    নিজের পয়সা খরচ কইরা তো রাজনীতি করতে হয় না, তাই যহন ইচ্ছা হরতাল দেয়। নিজের পয়সায় রাজনীতি করতে হইলে পিঠের চামড়া উইঠ্যা যাইতো।
- ৫ মার্চ’ ২০১৩ হরতাল নিয়ে ক্ষোভে একটি দৈনিকের প্রতিবেদককে বলছিলেন ভুক্তভোগী বাসকর্মী ফিরোজ মিয়া।

‘চুদুর-বুদুর চলত ন’
যখন নির্দলীয় তত্ত্বাবধায়ক প্রধান নিয়ে কথা বলছেন, তখন শোনা যাচ্ছে আপনার অধীনে নির্বাচন করার একটি ষড়যন্ত্র চলছে। আমাদের স্পষ্ট বক্তব্য হলো—নির্দলীয় তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন হতে হবে। আমার এলাকা ফেনীর ভাষায় বলতে চাই—`তত্ত্বাবধায়ক সরকার লই চুদুর-বুদুর চইলত ন`।

-    গত ৯ জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু একথা বলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩/আপডেটেড- ১৯৫৫ ঘণ্টা।
সম্পাদনা: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।