বাগেরহাটের শরণখোলা থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের মধুখার ধানক্ষেত থেকে উপজেলার ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর আলম হাওলাদার অজগরটি উদ্ধার করেন।
ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন," শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের মধুখার ধানক্ষেতের বেড়া দেওয়া জালে একটি অজগর আটকে পড়ে। এলাকাবাসীর খবরের ভিত্তিতে সেখান থেকে ৮ ফুট লম্বা, ১০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়। পরে সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তার পরামর্শে সুন্দরবনের ধাবড়ি এলাকায় অজগরটি অবমুক্ত করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে। বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
আরএ