ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

রূপগঞ্জে হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
রূপগঞ্জে হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রায়হান হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।

গ্রেপ্তার আসামিরা হলেন- আড়াইহাজার থানাধীন বেপারী বাড়ি বায়তুল নুর জামে মসজিদ সংলগ্ন এলাকার মৃত ইয়ানুছের ছেলে তাইজুল (৪০), তাইজুলের স্ত্রী রাহিমা (৩৫) এবং তাইজুলের মেয়ে তাইরিন (১৯)।

এর আগে গত ২২ এপ্রিল রাতে আড়াইহাজার থানাধীন বেপারী বাড়ি বায়তুল নুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‍্যাব-১১।

মামলার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরুনা গ্রামের মনোয়ার আলীর ছেলে রায়হান দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। তার সঙ্গে একই এলাকার ইয়ানুছের ছেলে তাইজুলের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠে। এ সুসম্পর্ক থাকাকালে তাইজুল তার নিজ প্রয়োজনে রায়হানের কাছ থেকে ৫ লাখ টাকা ধার চাইলে রায়হান তাকে ওই টাকা ধার দেয়। পরবর্তীতে রায়হান বিদেশ থেকে এসে তাইজুলের কাছে টাকা ফেরত চাইলে তাইজুল টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা করতে থাকে। গত ২৪ মার্চ বিকেল ৫টার দিকে তাইজুল ফোনে রায়হানকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে তাইজুল অন্যান্যদের সহায়তায় তার দোতলা বিল্ডিংয়ের ওপর তলায় রায়হানকে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে এ ঘটনায় নিহত রায়হানের বাবা বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।