মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬ নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ মে) বিকেলে কমলগঞ্জ উপজেলার পানিশালা এলাকায় অবস্থিত নিজ বাড়িতে অভিযান চালিয়ে নিয়াজ মোর্শেদ রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আরএ