ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ভোলাহাট সীমান্ত দিয়ে আবার ১৯ জনকে পুশ-ইন করার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫১, সেপ্টেম্বর ২৪, ২০২৫
ভোলাহাট সীমান্ত দিয়ে আবার ১৯ জনকে পুশ-ইন করার অভিযোগ সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চাঁদ শিকারী সীমান্ত দিযে তৃতীয় দফায় ১৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। তাদের মধ্যে তিনটি শিশু ও ছয়জন নারী রয়েছেন।

স্থানীয়রা ও একটি গোয়েন্দা সংস্থা এ খবর জানালেও এ নিয়ে বিজিবি এখনো কোনো তথ্য দেয়নি।  

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেয়।

স্থানীয়রা জানান, ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি ও চাঁদশিকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছ দিয়ে ১৯ জনকে পুশইন করে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের একটি দল।  

এ ১৯ জনের নাগরিকত্ব সম্পর্কে তথ্য জানা যায়নি। তবে তারা সবাই বাংলায় কথা বলেন।

ভোলাহাট এক নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়াজ জাহান জানান, তিনি লোকমুখে শুনেছেন।  
 
এ ব্যাপারে জানতে ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল ও ক্ষুদে বার্তা দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

এর আগে এ উপজেলার চাঁদশিকারি সীমান্ত দিয়ে ৩ জুন ৮ জনকে এবং ৩ মাস আগে একই সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করে বিএসএফ।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।