ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ফরিদপুরে ২০ কেজির কাতল মাছ বিক্রি হলো ২০ হাজারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, মে ৬, ২০২৫
ফরিদপুরে ২০ কেজির কাতল মাছ বিক্রি হলো ২০ হাজারে ২০ কেজির কাতল মাছ

ফরিদপুরের চরভদ্রাসনে বিশ কেজি ওজনের পদ্মা নদীর একটি কাতল মাছ বিশ হাজার টাকায় বিক্রি করেছেন এক ব্যবসায়ী।

মঙ্গলবার (০৬ মে) সকালে উপজেলার সদর মাছ বাজারে সামচু ব্যাপারীর (৫৭) কাছে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

মাছ ব্যবসায়ী সামচু ব্যাপারী জানায়, মঙ্গলবার ভোরে পদ্মার ওপাড়ে মৈনুট ঘাটে ফকির মৃধার মাছের আড়ত থেকে পনেরো হাজার টাকা দিয়ে তিনি মাছটি কিনে আনেন। সকালে চরভদ্রাসন সদর বাজারে মাছটি এনে পঁচিশ হাজার টাকা দাম হাকান। পরে কয়েকজন ক্রেতার নিকট ভাগা করে বিশ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন এই ব্যবসায়ী।

নদীতে জেলের জালে বড় বড় মাছ ধরা পরার বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, এই মৌসুমে মাঝে মধ্যেই নদীতে জেলের জালে বড় সাইজের মাছ ধরা পরার খবর পাওয়া যাচ্ছে। পদ্মা নদীতে মৎস্য দপ্তরের অভিযান বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে।

বর্তমান সময়ে অনেক মাছের পেটে ডিম রয়েছে তাই মৎস্যজীবীরা নিষিদ্ধ জাল ব্যবহার না করে সতর্কতার সঙ্গে মাছ শিকার করলে ভবিষ্যতে আরও বড় বড় মাছের দেখা মিলবে মলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।