ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

কুশিয়ারা নদীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, মে ৬, ২০২৫
কুশিয়ারা নদীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পর ফুলেস মিয়া (২৮) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার কুশিয়ারা রেল সেতুর নিচে নদীগর্ভ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ফুলেস মিয়া একই উপজেলার পিটাইটিকর গ্রামের বাসিন্দা ওমর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুশিয়ারা রেল সেতুর নিচে নদীতে নৌকাযোগে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। এ সময় ফুলেস মিয়ার জাল পানির তলে আটকে গেলে তিনি সঙ্গীদের সঙ্গে তা ছাড়াতে পানিতে ডুব দেন। কিন্তু সঙ্গী সুবেল ও রাজন উঠে এলেও ফুলেস আর নিখোঁজ হন।

সহকর্মীরা জানান, তিনজন একসঙ্গে জাল ছাড়াতে ডুব দিলে কিছুক্ষণ পর তারা ওপরে উঠে আসেন। কিন্তু ফুলেস মিয়াকে না দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে সেখানে ডুবুরি না থাকায় সিলেট সদর থেকে ডুবুরি দল আনা হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ—উপজেলা পর্যায়ে ডুবুরি দল না থাকায় উদ্ধার কাজে দেরি হয়, যা ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের কারণ হতে পারে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।