সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটি ঘিরে পাহাড়, মেঘ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বান্দরবানে পর্যটকরা বুকিং করছেন হোটেল মোটেল এবং রির্সোট।
দীর্ঘদিন নানা কারণে বান্দরবানে পর্যটক কমে গেলেও এবার পূজার ছুটিতে বান্দরবানে প্রচুর পর্যটকের ঢল নামবে বলে প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।
শান্তি সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত বান্দরবান। যেখানে সুউচ্চ পাহাড়, ঝরর্ণা, মেঘ আর আকাশের সৌন্দর্য ও অবিরাম ছুটে চলা নদীর সৌন্দর্য বিমোহিত করে যেকোনো পর্যটককে। সরকারি যেকোনো বন্ধে তাই বান্দরবানের হোটেল-মোটেল আর পর্যটনকেন্দ্রগুলো ভরপূর হয়ে ওঠে দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায়।
এদিকে এবারের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ ও ২ অক্টোবর পূজার ছুটি ও এরপরে শুক্র ও শনিবার সরকারি ছুটিকে ঘিরে ইতোমধ্যে বান্দরবানের হোটেল-মোটেল রির্সোটগুলোর ৯০ শতাংশ রুম অগ্রীম বুকিং করেছেন পর্যটকরা, পূজা পরবর্তী আরও পর্যটক বান্দরবান ভ্রমণে আসবেন বলে প্রত্যাশা পর্যটন ব্যবসায়ীদের।
বান্দরবানের আবাসিক হোটেল হিলভিউয়ের ম্যানেজার মো. পারভেজ বাংলানিউজকে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুরু থেকে বান্দরবানে প্রচুর পর্যটক আসতে শুরু করেছে এবং ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমাদের হোটোলের ৯০ শতাংশ রুম বুকিং রয়েছে। তিনি আরও বলেন, বান্দরবান ভ্রমণে কোনো অসুবিধা নেই তাই বান্দরবানে বাড়ছে পর্যটক।
বান্দরবানের আবাসিক হোটেল হিলটনের ম্যানেজার মো. আক্কাচ আলী বাংলানিউজকে জানান, বান্দরবানে সারাবছরই পর্যটকে ভরপূর থাকে আর সরকারি ছুটি এলে এর চাপ আরও বাড়ে। এবারের পূজাতেও আমাদের হোটেলে প্রায় ৮০শতাংশ রুম বুকিং রয়েছে। পর্যটকদের নিয়মিত আনাগোনা থাকলে আমাদের ব্যবসা ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বান্দরবান আবাসিক হোটেল অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন বাংলানিউজকে জানান, পর্যটকদের ভ্রমণে আকৃষ্ট করতে বান্দরবান জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পাহাড়ের আনাচে কানাচে গড়ে ওঠছে অত্যাধুনিক হোটেল-মোটলে আর কটেজ, আর পর্যটকদের সার্বিক সহযোগিতার আশ্বাস পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।
এদিকে দীর্ঘদিন ধরে বান্দরবানের অপরুপ সৌন্দর্যময় পর্যটন এলাকা কেওক্রাডং পর্বত পর্যটনকেন্দ্রটি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকার পর ১ অক্টোবর থেকে ফের পর্যটকদের ভ্রমণে উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর বান্দরবানে বাড়ছে পর্যটকদের ভিড়।
তিনি বাংলানিউজকে আরও জানান, বান্দরবান ভ্রমণে পর্যটকরা এখন অনেক নিরাপদ বোধ করছে আর যেহেতু সব পর্যটনকেন্দ্র খোলা তাই পর্যটকরা সব পর্যটনকেন্দ্রে সহজেই ভ্রমণ করতে পারছে।
এদিকে পর্যটকরা যাতে অনায়াসে বান্দরবানে ঘুরতে পারেন তার জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তারা। বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বাংলানিউজকে জানান, পূজার ছুটিকে কেন্দ্র করে বান্দরবানে পর্যটকদের আগমন শুরু হয়েছে এবং তাদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে।
আরএ