নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) ভোরে আইভীকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়ার পথে তার অনুসারীরা পুলিশের গাড়ির পিছু পিছু মিছিল করতে থাকে।
মিছিলটি দেওভোগ পেরিয়ে নারায়ণগঞ্জ ক্লাবের সামলে এলে একদল যুবক তাদের ঢিল ছুড়ে ছত্রভঙ্গ করে দেন। এসময় উভয়পক্ষ ঢিল ছুড়তে থাকলে পুলিশ দ্রুত গাড়ি নিয়ে স্থান ত্যাগ করে।
এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে। এ খবরে তার অনুসারীরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আইভীর বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন তার অনুসারীরা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়িতে আসার আহ্বান জানান তারা।
রাত ৩টার দিকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তিনি দিনের আলো দেখা যাওয়ার পর পুলিশের সঙ্গে যাবেন ঘোষণা দিয়ে বাড়িতেই বসে থাকেন। পরে ভোর সাড়ে ৫টায় তাকে গাড়িতে করে নিয়ে যায় পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি ও ফতুল্লা থানায় একটি মামলা আছে।
নারায়ণগঞ্জের কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, আইভীকে সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় সকালে আদালতে হাজির করা হয়েছিল। আদালত মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এমআরপি/এইচএ/