ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সখিপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪০, মে ২৪, ২০২৫
সখিপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুর: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সখিপুর থানার সাধারণ সম্পাদক ইমরান বেপারী গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২৪ মে) রাতে শরীয়তপুরের সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান সখিপুরের চরসেনসাস ইউনিয়নের মাগুন বেপারী কান্দি গ্রামের রতন বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন ইমরান। শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে যান তিনি। খবর পেয়ে সখিপুর থানা পুলিশের একটি দল তাকে বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সখিপুর থানার সাধারণ সম্পাদক ইমরান বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ মে) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।