ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

গাংনীতে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, অক্টোবর ৪, ২০২৫
গাংনীতে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

মেহেরপুর: অনিতিবিলম্বে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলার দাবি জানিয়েছেন বক্তারা।

তারা বলেন, ২০২৩ সালের মার্চে সরকার মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু করেছিল।

কিন্তু, ব্যক্তিবিশেষের কারণে কয়েকটি দোকান ভাঙার পর উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়।  

প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দিয়ে রাস্তা নির্মাণ সম্পন্ন করার দাবিতে আয়োজিত মানববন্ধনে একথা বলেন বক্তারা। এলাকাবাসীর আয়োজনে শনিবার (০৪ অক্টোবর) বিকালে গাংনী বড়বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

প্রকৌশলী রাশিদুল ইসলাম বোরহানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, গাংনী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রুহুল আমিন, এনসিপির জেলা সংগঠক মোজাহিদুল ইসলাম, সরোয়ার হোসেন এবং জামাল উদ্দিন।

বক্তারা বলেন, বাংলাদেশে যতগুলো বড় রাস্তা বাস্তবায়ন হচ্ছে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক নির্মাণ তার মধ্যে একটি। রাস্তাটির কাজ প্রায় শেষ হলেও গাংনী উপজেলা শহরের প্রাণকেন্দ্রে প্রায় একশ’ মিটার কাজ বন্ধ রাখা হয়েছে। যার কারণে প্রতিদিন অসংখ্য মানুষ রাস্তাটিতে চলতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।  

সাকিল আহমাদ বলেন, রাস্তা নির্মাণের কাজ আটকে থাকলে এই ঠিকাদার কাজটি করতে পারবেন না। পরে দুই/চার বছর এই রাস্তার কাজ করা সম্ভব হবেনা। ফলে এলাকার মানুষের দুর্ভোগ আরো বাড়বে।

তিনি সড়ক বিভাগকে আল্টিমেটাম দিয়ে বলেন, ‘আগামীকাল (০৫ অক্টোবর) থেকে এই রাস্তার কাজ শুরু হয়ে শেষ হতে হবে। এই রাস্তা নির্মাণের মূল সমস্যা তৈরি হয়েছে ইন্টারসেকশন নিয়ে। এর সমাধানও আগামী এক সপ্তাহের মধ্যে হতে হবে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।