ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

সারাদেশ

মাগুরায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, জুলাই ১, ২০২৫
মাগুরায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪ মাগুরায় চক্রের কাছ থেকে উদ্ধার চুরি হওয়া মোটরসাইকেল

মাগুরা: সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের আট সদস্য গ্রেফতার হয়েছে মাগুরায়। এসময় উদ্ধার হয়েছে চুরির চারটি মোটরসাইকেল।


 
মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

আটকরা হলেন, ফরিদপুর জেলার কাশিমাবাদ গ্রামের পরিমল সরকারের ছেলে সজিব সরকার (২৮), একই জেলার বসুনর গ্রামের হাবিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (৩১), শ্যামপুর গ্রামের আজিত মল্লিকের ছেলে মোহাম্মদ আসিফ মল্লিক (২২), পরানপুর গ্রামের মোতালেব শিকদারের ছেলে রাব্বি শিকদার (২১), পাবনা জেলার বাহিরচর গ্রামের জয়নাল মন্ডলের ছেলে মোহাম্মদ আবু  হানিফ হিমেল (২১), একই জেলার বাশপারা গ্রামের আম খাঁর ছেলে রবিউল হোসেন (১৬), চরমানিকদির আবজাল শেখের ছেলে আলী হোসেন (২৩)।  

আটকরা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
  
মাগুরার পুলিশ সুপার মিনা মহামুদা বলেন, চোরেরা মাগুরা শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে থাকে। এরাই শহরে একের পর এক মোটরসাইকেল চুরি করে মানুষকে অতিষ্ট করে তুলেছিল।  

তিনি বলেন, জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে চারটি মোটরসাইকেল।  

পুলিশ সুপার বলেন, চোরেদের কারও বাড়ি মাগুরাতে না। তারা আশপাশের জেলাগুলো থেকে এখানে এসে চুরি করে যায়। এরা একজন চুরি করে নিয়ে আর একজনের কাছে বিক্রি করে।  

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।