গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় পারিবারিক কলহের জের ধরে জেমি আক্তার জোসনা (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রাকিব হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জোসনা ও অভিযুক্ত রাকিবের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন জোসনা। তার স্বামী রাকিব মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে রাকিব বালিশচাপা দিয়ে জোসনাকে শ্বাসরোধে হত্যা করেন। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করাসহ অভিযুক্ত স্বামী রাকিবকে গ্রেপ্তার করা হয়।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল লিটন বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের লাশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএস/এসআরএস