ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

আশুলিয়ায় হত্যা মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার 

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৬, আগস্ট ১৮, ২০২৫
আশুলিয়ায় হত্যা মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার  মনির বেপারী

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়ন কৃষক লীগ নেতা মনির বেপারীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ডিইপিজেড এলাকা সংলগ্ন হাশেম প্লাজা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার কৃষক লীগ নেতা মনির আশুলিয়ার গোপালবাড়ি এলাকার মৃত আনছার ব্যাপারীর ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-আহবায়কের দায়িত্বে ছিলেন।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গত ৫ আগস্ট ছাত্র জনতা হতাহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গ্রেপ্তার কৃষক লীগ নেতাকে সোমবার (১৮ আগস্ট) সকালে আদালতে পাঠানো হবে।
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।