ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নবাবগঞ্জের বাড়ি থেকে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, সেপ্টেম্বর ৭, ২০২৫
নবাবগঞ্জের বাড়ি থেকে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার

নবাবগঞ্জ (ঢাকা): সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার গ্রেপ্তার হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপা ইউনিয়নের একটি পার্কের মধ্যে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 
(ওসি) মমিনুল ইসলাম জানান, শনিবার রাতে পার্কের কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করে পুলিশে খবর দেন। পুলিশ রাত ৩টা থেকে ওই বাড়ির আশপাশে অবস্থান নেয়।  

ওসি আরও জানান, খোঁজ নিয়ে জানা যায়, সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার ওই বাড়িতে অবস্থান করছেন। তার নামে গুলশান থানায় সাতটি মামলা রয়েছে। এর পাঁচটি মামলায় তিনি জামিনে আছেন। বাকি দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল তার নামে।  

পুলিশ জানায়, এর মধ্যে তার নামে পাঁচ কোটি টাকার চেক ডিজঅর্নার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সকালেই তাকে আদালতে পাঠানো হয়েছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।