নীলফামারী: নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রিন বিডির শ্রমিক সাইফুল ইসলাম বাবু আত্মগোপনে থেকে আবার পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গেল ২ সেপ্টেম্বরের শ্রমিক অসন্তোষের ঘটনায় ইন্ধন দিয়েছিলেন সাইফুল। পরিস্থিতিকে পুঁজি করে সাইফুল এভারগ্রিন থেকে চাঁদা আদায় এবং সারাদেশে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে দেওয়ার চক্রান্ত করছিলেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ উপস্থিত ছিলেন।
এতে জানানো হয়, ১২ সেপ্টেম্বর সাইফুল নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। এরই মধ্যে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে চাঁদা দাবি করেন এভারগ্রিনে। ফ্যাক্টরি থেকে পাঁচ হাজার টাকাও পাঠানো হয় তাকে।
১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সৈয়দপুর শহরের বাসটার্মিনাল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সাইফুল পুলিশকে আত্মগোপনে থাকার কথা জানান।
অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, এ ঘটনায় একটি মামলা হবে এবং আর কারা জড়িত রয়েছেন, তাদেরও গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমুর্তি ক্ষুণ্ন করার জন্যই এ ঘটনা ঘটিয়েছেন তিনি।
গত ২ সেপ্টেম্বর উত্তরা ইপিজেডের এভারগ্রিন বিডির শ্রমিক অসন্তোষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে আহসান হাবিব নামে এক শ্রমিক নিহত হন এবং আহত হন অন্তত ১০ শ্রমিক।
এসআই