মাগুরা: ছেলে বিয়ে করবে ঘোড়ার গাড়িতে এমন স্বপ্ন ছিল পরিবারের। সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া হলো।
মাগুরার মোহাম্মদপুর উপজেলার ওমেদপুর গ্রামের এই ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়ে। যান্ত্রিক যুগে পুরনো আমল ফিরিয়ে আনার খবরে আশপাশের এলাকা থেকে অনেকে ছুটে যান তপু শেখদের বাড়িতে। তিনি ওই গ্রামের কিয়ামত শেখের ছেলে।
স্থানীয়রা জানান, তপুর বিয়ে উপলক্ষে একটি ঘোড়ার গাড়ি এবং ছয়টি গরুর গাড়ির সাথে ২০টির মতো মোটরসাইকেলের বহর নিয়ে বরযাত্রা শুরু হয়। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ছিলেন বর তপু শেখ। গরুর গাড়িতে পরিবারের তুলনামূলক বয়স্করা এবং মোটরসাইকেলে অন্যান্যরা ছিলেন।
বরযাত্রা যেয়ে শেষ হয় একই উপজেলার মুসা গ্রামের মনিরুল শেখের বাড়িতে। তার মেয়ে তন্বী খাতুনের সাথেই বিয়ে তপু শেখের। সেখানে বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে ঘোড়ার গাড়িতে চড়িয়েই তন্বীকে নিয়ে বাড়িতে ফেরেন তপু।
এদিকে, ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন ঘিরে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শ’শ’ মানুষ আয়োজন দেখে মুগ্ধ হয়ে যান। তাদের অনেকে বলেন, মুরব্বীদের মুখে অনেক আগেকার এরকম বিয়ের কাহিনী শোনা যায়। তা এবার বাস্তবে দেখা গেল।
বর তপু শেখ বলেন, লোকজ ঐতিহ্য ও পরিবারের ইচ্ছে অনুযায়ী ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করেছি। বিয়েতে মাইক্রোবাস না নিয়ে ঘোড়ার গাড়ির ব্যবহার অনেককেই মুগ্ধ করেছে।
তপুর মা রাবেয়া বেগম জানান, তাদের পরিবারের একান্ত ইচ্ছা ছিল এমন একটি ব্যতিক্রমী বিয়ের আয়োজন করার। সেই স্বপ্ন পূরণ করেছেন তারা।
নববধূ তন্বী জানান, তার স্বপ্ন ছিল পালকি অথবা ঘোড়ার গাড়ির এমন একটি ঐতিহ্যবাহী বিয়ের। এই স্বপ্ন পূরণ হওয়াতে তিনি আনন্দিত।
কনের বাবা মনিরুল শেখ বলেন, ‘আমরা জানতাম না যে বরপক্ষ এমনভাবে আসবে। ৬০ জন বরযাত্রী এসেছিলেন। তার মধ্যে ছয়টা ঘোড়ার গাড়ি ও ২০টা মোটরসাইকেল ছিল।
তিনি জানান, এক লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে।
এসএইচ