ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগে পাউবো’র কর্তাদের দুদকে তলব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, সেপ্টেম্বর ১৬, ২০২৫
কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগে পাউবো’র কর্তাদের দুদকে তলব কাপ্তাই হ্রদের একাংশ

নদী খননের বালু দিয়ে অবৈধভাবে কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটি উপ-পরিচালকের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

শুনানিতে অংশ নিয়েছেন- চট্টগ্রাম পানি উন্নযন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ, খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, রামগড় পানি উন্নযন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী দিবাংশু চাকমা ও নিকেল চাকমা, ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্টের (আই ডাব্লিউএম) পরিচালক রবাইত আলম।

দুদক সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের মাইনী নদী খননের বালু দিয়ে কাপ্তাই হ্রদ ভরাট করার অভিযোগের বিষয়ে দুদক কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।  

এসময় দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটির উপ-পরিচালক মো. জাহিদ কালাম, সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা আহমদ ফরহাদ, হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

জানা গেছে, রাঙামাটির লংগদু উপজেলায় মাইনী নদী খনন প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খাগড়াছড়ি জেলা। এ নদী খননের মাটি দিয়ে ভরাট করা হয় কাপ্তাই হ্রদের একটি অংশ। এছাড়া বাজার সম্প্রসারণের নামে হ্রদ দখলের অভিযোগ রয়েছে।  

লংগদুর মাইনী নদীর সংযোগ রয়েছে বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর সঙ্গে। যা মিশেছে কাপ্তাই হ্রদের সঙ্গে।  

দীর্ঘ বছর ধরে গভীরতা হারিয়েছে মৃতপ্রায় মাইনী নদী। নদীটির আগের অবস্থায় ফেরাতে খননের প্রকল্প হাতে নেয় খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ রয়েছে নদী খননের মাটি ও বালু দিয়ে ভরাট করা হয় কাপ্তাই হ্রদের একটি অংশ।  

স্থানীয়রা জানান, মাইনীমুখ বাজার সম্প্রসারণের নামে কাপ্তাই হ্রদের বিস্তীর্ণ অংশ ভরাট করেছে মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল ও লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুসহ তাদের লোকজন।  

লংগদু উপজেলার মাইনীমুখ বন বিভাগের বিশ্রামাগারের পাশ দিয়ে প্রবাহিত মাইনী নদীতে খননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আর নদী খননের মাটি পাইপলাইন দিয়ে মাইনীমুখ বাজারের পাশে ভরাট করা হয় কাপ্তাই হ্রদের বিস্তীর্ণ অংশে। হ্রদের প্রায় তিন একর জায়গা ভরাট করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটির উপ-পরিচালক মো. জাহিদ কালাম বলেন, অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ড মাইনী নদী খননের মাটি ও বালু দিয়ে বাজার সম্প্রসারণের নামে কাপ্তাই হ্রদের বড় একটি অংশ ভরাট করেছে। মূলত সেই অভিযোগ যাচাই করতে পাউবো’র কর্মকর্তাদের দুদক কার্যালয়ে তলব করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।