সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া ১০ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
হস্তান্তরকৃতরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জের সোনাতলার নেয়ামত আলী, তার স্ত্রী পাপিয়া বেগম, পাটকেলঘাটার শীলা আক্তার সরবানু, তার ছেলে হাবিব মোল্লা ও লাবিবা মোল্লা, খুলনার তেরখাদার আব্দুল মোছা, তার স্ত্রী আফরোজ মোল্লা ও মেয়ে রুকাইয়া খাতুন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের মোসলেমা খাতুন ও তার মেয়ে আনাবিয়া।
জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে উল্লিখিত বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর সে দেশের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়। পরে বুধবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটক সবাইকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হচ্ছে।
এসআই