ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নাটোরে কারখানায় যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল শ্রমিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, সেপ্টেম্বর ২৫, ২০২৫
নাটোরে কারখানায় যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল শ্রমিকের ঘটনাস্থল

নাটোরে কারখনায় যাওয়ার পথে ট্রাকের চাপায় মো. দিদারুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।  

এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অববোধ করেন স্থানীয়রা।

পরে প্রশাসনের অনুরোধে তা সরিয়ে নেওয়া হয়। এছাড়া ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দিদারুল ইসলাম নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রামের হাড়িগাছা এলাকার বাসিন্দা এবং তিনি নাটোরে একটি কারখানায় স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো দিদারুল সকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়।

এতে বাইসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অববোধ করেন। পরে প্রশাসনের অনুরোধে তা সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।