নারায়ণগঞ্জ: র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে নানান নাশকতার পরিকল্পনা করা হয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শহরের আমলাপাড়া এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, আমলাপাড়া পূজা মণ্ডপটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং এখানে পাশে একটি মসজিদও রয়েছে। তারা অত্যন্ত সুন্দরভাবে সম্প্রীতির সঙ্গে কাজ করছে। আমাদের সব জায়গায় এ সম্প্রীতির নজির স্থাপন করতে হবে। আমরা যেন সুন্দরভাবে এ ধর্মীয় উৎসবটি উদযাপন করতে পারি।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমাদের সতর্ক থাকতে হবে। আমার জিনিস যেন কেউ চুরি করতে না পারে। পাশাপাশি আমাদের টহল দল থাকবে, লোক থাকবে। আমরা ব্যবস্থা নেবো। পাশাপাশি নিজেদেরও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, র্যাব-১১ সাতটি জেলা নিয়ে কাজ করে। নারায়ণগঞ্জের জন্য আমাদের দুই প্লাটুন রয়েছে। পূজাকে ঘিরে আমাদের কোনো শঙ্কা নেই। তবে এটা উড়িয়ে দেওয়াও যায় না, কখন কী ঘটে। তবে এখন পর্যন্ত পরিবেশ খুবই ভালো আছে। নারায়ণগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।
এমআরপি/আরআইএস