ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মান্দায় সড়কের পাশে পড়েছিল নারীর লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, সেপ্টেম্বর ২৫, ২০২৫
মান্দায় সড়কের পাশে পড়েছিল নারীর লাশ সড়কের পাশে পড়েছিল নারীর লাশ

নওগাঁর মান্দা উপজেলায় সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের অদূরে পাকা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।  

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।