শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ১৩৯ পূজামণ্ডপে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছাসহ আর্থিক উপহার দেওয়া হয়েছে। এসব পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই অনুদান উপহার গ্রহণ করেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরতলীর দত্তপাড়া এলাকায় নিজস্ব বাসভবনে এ উপহার প্রদান কার্যক্রমের আয়োজন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মো. আবুল কাশেম।
এ সময় তার পক্ষ থেকে সনাতন সম্প্রদায়ের লোকজনদের হাতে এই উপহার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট, জেলা যুবদল যুগ্ম সম্পাদক তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুল ইসলাম, এনএস সরকারি কলেজ ছাত্রদল শাখার সাবেক সাধারণ সম্পাদক মীর হাবিব প্রমুখ।
এর আগে মো. আবুল কাশেম উপস্থিত সনাতন সম্প্রদায়ের লোকজনদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে দেশের বাহির থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র ও সম্প্রদায় তাদের ধর্ম পালন করবেন আনন্দ ও উৎসাহের সঙ্গে এমন র্বাতা দিয়েছেন। একইসঙ্গে শারদীয় উৎসবকে ঘিরে কেউ যেন সাম্প্রদায়িক অপচেষ্টা চালাতে না পারে, সেজন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া নিরাপদ ও নিশ্চিন্তভাবে তিনি সনাতন সম্প্রদায়কে উৎসব উদযাপন করতে বলেছেন। যাতে দেশে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ে। কারণ বিএনপি বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। এজন্য বেগম জিয়া ও তারেক রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের দল বিএনপির পক্ষ থেকে দেশের সনাতন সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক এমন প্রত্যাশা রেখে বিএনপি নেতা আবুল কাশেম বলেন, আমি সনাতন সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আমাদের অক্ষুণ্ন রাখতে হবে। তারেক রহমান তার ৩১ দফার মধ্যেও তা উল্লেখ করেছেন। তার নির্দেশনায় শারদীয় দুর্গোৎসবে সনাতন সম্প্রদায়ের পাশে থাকবে আমরা বিএনপি পরিবার।
এএটি