ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বিএনপি সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রে বিশ্বাস করে: অনিন্দ্য ইসলাম অমিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, সেপ্টেম্বর ৩০, ২০২৫
বিএনপি সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রে বিশ্বাস করে: অনিন্দ্য ইসলাম অমিত যশোরে ওলামা-মাশায়েখদের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত

যশোর: বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি কখনো দেশের জনগণের চিন্তার বাইরে যায়নি। আগামীতেও যাবে না।

বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ^াস করে। সেই গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন। আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে।
 
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) যশোর জেলা বিএনপি আয়োজিত ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা-মাশায়েখদের ভূমিকা, দেশ পুনর্গঠনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান আলোচক ছিলেন, দলের জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।  

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের ওলামা-মাশায়েখদের প্রত্যক্ষ অংশ গ্রহণ ছিল। বিএনপি বিশ^াস করে ফ্যাসিবাদ বিরোধী চূড়ান্ত আন্দোলনে আলেম-ওলামাদের রক্ত ঝরেছিল। দেশের আলেম সমাজের প্রতি এই কৃতজ্ঞতা বোধ বিএনপির মধ্যে রয়েছে।  

ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল, যেখানে আলেম ওলামারা দাড়ি রাখতে এবং মাথায় টুপি পরতে ভয় পেতেন। দাড়ি এবং টুপি পরাটাও যেন অপরাধ হিসেবে বিবেচনা করা হতো। বিএনপি বারংবার এই বিষয়গুলো তুলে ধরেছে।  

তিনি বলেন, সমাজের সকল শ্রেণিপেশার মানুষ যখন উপলদ্ধি করেছে হাসিনা কত বড় ফ্যাসিস্ট, তখন তারা এক কাতারে এসেই গণঅভ্যুত্থানের সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের কৃতিত্ব দাবি করলেও এবং বিএনপি জনগণের সাথে সেই কৃতিত্ব ভাগ করে নিয়েছে।  

যারা ধর্ম নিয়ে কথা বলে কিংবা রাজনীতি করে অনিন্দ্য ইসলাম অমিত তাদের উদ্দেশ্যে বলেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম চর্চার বিষয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কিন্তু, রাজনীতিতে ইসলামকে ব্যবহার করবো, আবার চরিত্রে ইসলামকে ধারণ করবো না এটি ইসলামের শিক্ষা নয়। তাই সকলের চরিত্রে ইসলামকে ধারণ করতে হবে।

অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, বিএনপি কুরআন সুন্নাহ বিরোধী কোন কর্মকান্ডে বিশ^াস করে না এবং করতে দেবে না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মীয় চেতনায় উজ্জীবীত হয়ে দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশ করেছিলেন। মহান আল্লাহর ওপর পূর্ণাঙ্গ বিশ^াস এবং আস্থার কথাটিও তিনি যুক্ত করেছিলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া যেভাবে ইসলামের খেদমত করার পাশাপাশি আলেম সমাজের ইজ্জত সম্মান দিয়েছেন আগামী দিনে তাদের যোগ্য উত্তরসূরী হিসেবে তারেক রহমানও ঠিক একই কাজটি করবেন। তার হাত দিয়ে এই বাংলাদেশ কুরআন সুন্নাহ বিরোধী কোন কর্মকান্ড হবে না ইনশা আল্লাহ।  

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা নাজির উদ্দিন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা এবং বেলায়েত হোসেন। সভা পরিচালনা করেন ড. মাসুদুর রহমান।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।