নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও মোবাইলফোন নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে নিহতদের স্বজনরা।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা আরমান হোসেন বিজয় (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে।
নিহত বিজয় একই উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের শাহীন চৌধুরীর ছেলে।
অন্যদিকে, মোবাইলফোন নিয়ে দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত প্রতিপক্ষের হামলায় রাজাপুর গ্রামের আব্দুর রহমান শুক্কুর (৩৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত শুক্কুর দুর্গাপুর ইউনিয়নের মৃত আব্দুল মান্নানের ছেলে।
এলাকাবাসী জানায়, মোবাইলফোন চুরির একটি ঘটনা নিয়ে সালিশ বৈঠকের পর শুক্কুরকে নিজ বাড়ির সামনে রাস্তার ওপর কয়েকজন স্থানীয় যুবক মারধর করে।
পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসআরএস