ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ইলিশ ধরা নিষেধাজ্ঞার প্রথম দিনে বরিশালে ৯৬ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, অক্টোবর ৪, ২০২৫
ইলিশ ধরা নিষেধাজ্ঞার প্রথম দিনে বরিশালে ৯৬ অভিযান

বরিশাল: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলায় প্রথম দিনে ৯৬টি অভিযান চালিয়েছে প্রশাসন। আর এ সময়ে ২২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

তবে প্রথম দিনে কোনো অসাধু জেলের কারাদণ্ড না হলেও আটটি মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।  

মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী প্রথম দিনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় অভিযানে ১১ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ৭৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি অভিযানে ২২০ কেজি ইলিশও জব্দ করা হয়েছে।  

এছাড়া অভিযান চলাকালীন ৬৪টি অবতরণকেন্দ্র, ২১০টি মাছঘাট, ৩৮২টি আড়ত ও ২১৬টি বাজার পরিদর্শন করা হয়েছে।  

এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।