ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, অক্টোবর ৪, ২০২৫
সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী আটক ঘাতক স্বামী

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে প্রকাশ্য দিবালোকে সাহিদা বেগম (২৩) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তারই স্বামী।

শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাহিদা বেগম (২৩) ওই গ্রামের রেজাউল করিমের স্ত্রী। অবশ্য ঘটনার পর পরই এলাকাবাসীর সহযোগিতায় ‘ঘাতক’ স্বামী রেজাউলকে আটক করেছে পুলিশ।

প্রতিবেশীরা জানান, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জেরে উত্তেজিত হয়ে রান্না ঘর থেকে বটি দা নিয়ে সাহেদা বেগমকে কুপিয়ে হত্যা করেন রেজাউল করিম।

এদিকে, স্থানীয়দের অভিযোগ- হত্যাকাণ্ডের পর তাকে মানসিক ভারসাম্যহীন সাজানোর চেষ্টা করছেন তার স্বজনরা। আটকের পর রেজাউল করিম পুলিশের কাছে বলে, সে নাকি সাপ মারার ধ্যানে স্ত্রীকে কুপিয়ে মেরে ফেলেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে গৃহবধূ সাহিদা বেগমকে কুপিয়ে হত্যা করে তার স্বামী। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার সহায়তায় অভিযুক্ত স্বামীকে আটক করে এবং হত্যায় ব্যবহৃত বটি জব্দ করা হয়েছে।

এরপর লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 এনইউ/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।