ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

যশোরে ৫ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, অক্টোবর ৪, ২০২৫
যশোরে ৫ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার

যশোর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পাঁচ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছেন।

শনিবার (০৪ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে যশোর সদর উপজেলার যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে এগুলো উদ্ধার করা হয়।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিলদার মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় নড়াইল এক্সপ্রেস নামক যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ট্যাপেন্ডাডল ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।  

এসময় কাউকে আটক করা যায়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উদ্ধার ট্যাবলেটগুলোর সিজার মূল্য পনের লাখ টাকা দাবি করা হয়েছে।

এগুলো ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছে বলেও জানানো হয়।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।