ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

যশোরে বসতঘরের মাটি খুঁড়ে ৬০০ পিস ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, অক্টোবর ৬, ২০২৫
যশোরে বসতঘরের মাটি খুঁড়ে ৬০০ পিস ইয়াবা উদ্ধার

যশোর: শহরের চোরমারা দিঘিরপাড় এলাকায় একটি বসতঘরের মাটি খুঁড়ে ছয়শ’ পিস ইয়াবা উদ্ধার করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।  

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৬ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, তারা খবর পায় চোরমারা দিঘির পশ্চিমপাড়ে মৃত কোরবান গাজীর ছেলে গোলজার গাজী (৫২) নিজের বসতবাড়িতে ইয়াবা ট্যাবলেট মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এরপর তারা সেখানে অভিযান পরিচালনা করে।  

অভিযানের সময় গোলজার গাজীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন, তার মায়ের শয়নকক্ষের মেঝের নিচে ইয়াবা পুঁতে রাখা আছে। পরে র‌্যাব সদস্যরা স্থানীয় জনগণকে উপস্থিত রেখে মাটি খুঁড়ে একটি প্লাস্টিকের বাক্সের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ইয়াবাগুলো উদ্ধার করেন।

সোলজার গাজীকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।