ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

লাউয়াছড়ায় সড়ক দুর্ঘটনায় সিপিজি সদস্য নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, অক্টোবর ২২, ২০২৫
লাউয়াছড়ায় সড়ক দুর্ঘটনায় সিপিজি সদস্য নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটি সড়ক থেকে সিরাজ মিয়া (৬৫) নামে কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে লাউয়াছড়া বন বিটের আওতাধীন জানকিছড়া ক্যাম্পের রাতের ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় দ্রুতগামী গাড়ির চাপায় তার মৃত্যু হয় বলে ধারণা করছেনবন বিভাগের কর্মকর্তারা।

সিরাজ মিয়া শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকার বাসিন্দা। তিনি ডলুছড়া সিপিজির সক্রিয় সদস্য ছিলেন।  

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, সিরাজ মিয়া মঙ্গলবার রাতে লাউয়াছড়ায় দায়িত্বরত ছিলেন। বুধবার সকালে তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ভোরে জানকীছড়া এলাকায় তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করছি, এটি সড়ক দুর্ঘটনা। কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের দায়িত্ব পালন শেষে বুধবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় শ্রীমঙ্গল ভানুগাছ সড়কে পায়ে হেটে সিরাজ মিয়া বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে বন বিভাগ, কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং নিহতের লাশ উদ্ধার করেন।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। আমরা লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সকল সদস্য ও বনবিভাগ নিহত সিরাজ মিয়ার পরিবারের পাশে আছি। সিরাজ মিয়ার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে বলেও তিনি জানান।  

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো মাহফুজুল কবির বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিরাজ মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবিবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।