খুলনা: ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন কমবে সম্পদের ক্ষতি’—এই স্লোগানকে সামনে রেখে খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা নানা কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনিসুর রহমান।
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও কার্যনির্বাহী সদস্য সহযোগী অধ্যাপক এমএ মান্নান বাবলু’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিআরটিএ’র খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউএনব ‘র খুলনা প্রতিনিধি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম ও খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ড. মোঃ মুঈন উদ্দিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদার, ব্যবসায় শিক্ষা অনুষদে ডিন (ইনচার্জ) মোঃ মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান (ইনচার্জ) সাদিয়া সুলতানা, আইএসএলএম বিভাগের বিভাগীয় প্রধান (ইনচার্জ) ফারজানা শারমিন আনিকা, প্রক্টর মুশফিক শাহরিয়ার শাফি, আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলাই কন্যা শামসুন নাহার নিশি, খুলনা মহানগর পাইকারী ও খুচরা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সাইমুন ইসলাম রাজ্জাক, শিক্ষানবিশ আইনজীবী শারমিন রেজা ইভা, মনিরা মনি, এসকে সাথী, নিসচার খুলনা মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. মোস্তফা কামাল, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক তানজীম আহমেদ, কার্যনির্বাহী সদস্য মো. শাহ নেওয়াজ, জিয়াউল হক মিলন, হুমায়ুন কবীর, রোদেলা আক্তার রেশমী, সজিবুল ইসলাম, সরদার বাদশা, মো. আক্তার হোসেন, কাওসার হোসেন, সাংবাদিক মাসুম বিল্লাহ ইমরান, ইমরুল ইসলাম ইমন, এসএম বোরহান, উম্মে উমামা রাত্রী প্রমুখ।
আলোচনা সভা শেষে লন্ডনে চিকিৎসাধীন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা ও মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
এমআরএম