ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, অক্টোবর ২৩, ২০২৫
শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা অভিযুক্ত শিক্ষক তরিকুল ইসলাম

নড়াইল: শিশু শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে নড়াইলের এক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রীর পরিবার ওই শিক্ষককে একমাত্র অভিযুক্ত করে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে থানায় ধর্ষণ চেষ্টা মামলা করেছেন।

 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। অভিযুক্ত শিক্ষকের দাবি, স্থানীয় একটি মহল ষড়যন্ত্র করে এই বিষয়টি সাজিয়েছে।
 
অভিযুক্ত শিক্ষক তরিকুল ইসলাম মাগুরা কালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর যোগদান করেন। চলতি বছরের আগস্ট মাস থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। তার বাড়ি নড়াইল সদর উপজেলার বোড়ামারা গ্রামে।

মামলায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের দাবি, গত ১৫ অক্টোবর বিকেলে স্কুল ছুটির পর একটি শ্রেণির চার শিশুশিক্ষার্থীকে বিদ্যালয়ের একটি কক্ষে প্রাইভেট পড়াচ্ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম। এসময় একজন ছাত্রী তার মায়ের সাথে দেখা করতে বেরিয়ে যায়।

শিক্ষক তখন অন্য দুই শিক্ষার্থীতে জাতীয় পতাকা খুলতে ফ্লাগস্ট্যান্ডে পাঠিয়ে দরজা বন্ধ করে অন্য শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই শিক্ষার্থীর চিৎকার ও কান্নার শব্দে অন্য সহপাঠীরা ছুটে আসলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তড়িঘড়ি ভুক্তভোগীকে ছেড়ে দিতে দেখে।

ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানালে সামাজিক অবস্থান ও সম্মানহানির ভয়ে প্রথমে তারা কোন প্রতিবাদ করেননি। তবে, ঘটনার তিনদিন পর ওই শিক্ষার্থীর পরিবারের পুরুষ সদস্যরা বিষয়টি জানতে পেরে ২১ অক্টোবর (মঙ্গলবার) রাতে সদর থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে।  

এদিকে, ঘটনার পরদিন ১৬ অক্টোবর থেকে শিক্ষক তরিকুল ইসলাম সাত দিনের ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। মামলা দায়েরের পর তিনি আত্মগোপনে গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।  

পালানোর আগে অভিযুক্ত শিক্ষক তরিকুল ইসলাম দাবি করেন, ‘দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে স্থানীয় একটি মহল ষড়যন্ত্র করছে। সেটার ফল হিসাবে আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা, বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে। ’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনার তদন্ত চলছে এবং আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।