ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোয়াতলা শশার বাজার এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে ফুলপুর-তারাকান্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তারাকান্দার গোয়াতলা এলাকার আমজত আলীর ছেলে শামসুল হক (৩০) ও আটপাড়া এলাকার হাসেন আলীর ছেলে শাহজাহান (৪৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহদী হামান বলেন, ঘটনাস্থল এলাকার প্বার্শরাস্তা থেকে একটি মোটরসাইকেল ফুলপুর-তারাকান্দা সড়কে উঠছিল। এসময় ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহী নিহত হন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআরএস