মাদারীপুর জেলার শিবচরে তালবীজ বপন কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখা।
সোমবার (৬ অক্টোবর) উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, বর্তমানে খোলা প্রান্তরে বজ্রপাত বেড়ে গেছে। ফসলি মাঠ, নদীসহ পথে-প্রান্তরে বজ্রপাতের ঘটনা ঘটছে। বজ্রপাত থেকে সুরক্ষা পেতে শিবচরে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা তালবীজ বপন কর্মসূচি হাতে নিয়েছে।
সংগঠনের সদস্যরা জানান, খোলা প্রান্তরে বজ্রপাত যেন এক নিঃশব্দ আতঙ্ক। ‘তালগাছ লাগান, বজ্রপাত ঠেকান’- এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তালগাছ বজ্রপাত থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ছাড়া তালগাছের ফল পুষ্টিকর খাদ্য হিসেবে মানুষের চাহিদা পূরণ করে। তাই এ ধরনের কর্মসূচি সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, পর্যায়ক্রমে শিবচরের প্রতিটি ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি স্কুল ও কলেজ পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে। প্রতিটি বিদ্যালয়, মাঠ ও রাস্তার ধারে তালগাছ লাগানো হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরফিন মোহাম্মদ সজিব, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তনয় রায়, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম ও আল মামুন।
এছাড়া স্কুল শিক্ষক শাহাদৎ হোসেন, বাবুল ঢালী, তৌহিদ ঢালী, হাচান ঢালী, রাসেল খান, রেজাইল করিমসহ স্থানীয় তরুণরা অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ শেষে স্থানীয় জনগণকে তালগাছের পরিচর্যা ও যত্ন নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
আরএ