ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওমানে পৌঁছেছে বাংলাদেশ জুনিয়র হকি দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মে ১৮, ২০২৩
ওমানে পৌঁছেছে বাংলাদেশ জুনিয়র হকি দল

ওমানের সালালাহ শহরে আগামী ২৩ মে থেকে ১ জুন অনুষ্ঠিত হবে মেন্স হকি জুনিয়র এশিয়া কাপের ১০তম আসর। ১০ জাতির এই টুর্নামেন্ট খেলতে ওমানে পৌঁছেছে বাংলাদেশ জুনিয়র হকি দল।

১৮ মে মধ্যরাতে ভারতের হরিয়ানা থেকে রওনা দেয় মামুন উর রশিদের শিষ্যরা। সেখান থেকে আজ বৃহস্পতিবার সকালে দিল্লি পৌঁছেন প্রিন্স, জাহিদ, রকিদের নিয়ে গড়া দলটি। দিল্লি থেকে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ওমানের উদ্দেশে ভারত ছাড়ে। দুপুরেই ওমানে পা রাখেন তারা। রাতেই সালালাহ শহরে পৌঁছানোর কথা জানিয়েছেন দলের ম্যানেজার হাজী মো. হুমায়ুন।  

দীর্ঘ ভ্রমণেও ক্লান্তির ছাপ ছিল না খেলোয়াড়দের। ওমানে চনমনেই আছেন প্রিন্স, জাহিদরা। দলের ফরোয়ার্ড জাহিদ হোসেন বলেন, ‘আমরা সবাই সুস্থ আছি। ভালো আছি। ওমানের মাস্কটে আছি। রাতে সালালাহ পৌঁছে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ১৮ মে, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।