ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ, টপকালেন নাদালকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ, টপকালেন নাদালকে

ফরাসি ওপেনের ফাইনালে শুরুতেই হোঁচট খেলেন নোভাক জোকোভিচ; কাসপার রুড এগিয়ে গেলেন ৩-০ গেমে। এরপরই অবশ্য ঘুরে দাঁড়ালেন সার্বিয়ান তারকা।

অভিজ্ঞতার পাশাপাশি ফর্ম কাজে লাগিয়ে জিতে নিলেন গ্র্যান্ড স্ল্যাম। একইসঙ্গে পুরুষ এককে সর্বোচ্চ শিরোপাজয়ের রেকর্ড গড়ে টপকে গেলেন রাফায়েল নাদালকে।

প্যারিসের রোলাঁ গাঁরোয় ফরাসি ওপেনের ফাইনালে রুডকে ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ গেমে হারান জোকোভিচ। ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতে তিনি পুরুষ এককের সর্বোচ্চ শিরোপাজয়ী। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয় করা নাদালকে টপকালেন সার্বিয়ান এই টেনিস তারকা।  

ক্লে কোর্টের রাজা বলা হয় নাদালকে। অথচ ইনজুরির কারণে তিনি এবার অংশ নিতে পারেননি ফরাসি ওপেনে। এতে পথ সহজ হয়ে যায় জোকোভিচের। ফর্মেও ছিলেন তিনি, সঙ্গে ছিলো অভিজ্ঞতাও। তাইতো প্রতিপক্ষ রুড শুরুতে চমক দেখালেও পরে আর পেরে উঠলেন না। লড়াই করেছেন অবশ্য। তবে জেতা হয়নি গ্র্যান্ড স্ল্যাম।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।