ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

সাফজয়ীদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত অলিম্পিক অ্যাসোসিয়েশনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
সাফজয়ীদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত অলিম্পিক অ্যাসোসিয়েশনের

নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পরে আজ প্রথম বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিএও) ভবনে সভায় এসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আর এসেই সাফ জয়ী নারী দলকে এক কোটি টাকা পুরস্কার প্রদানে সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

 

বিওএ’র সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। এক কোটি টাকা দেওয়া হবে নারী দলকে। যার জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন হবে। কক্সবাজারে এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি। ’

২০২২ সালে মেয়েরা প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়। সেবার তাদের পুরস্কার দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে। এবার অবশ্য যৌথভাবে পুরস্কার প্রদাণ করা হবে তাদের।  

এর আগে সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা খাতুনরা ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন। এরপর সাউথ ইস্ট ব্যাংক থেকে পেয়েছেন আরেকটি সংবর্ধনা। বাফুফে দেড় কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।