এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে প্রথম বাংলাদেশি হিসেবে স্বর্ণ জিতেছিলেন ইমরানুর রহমান। এবার এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আরেক কীর্তি গড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব।
ব্যাংককে গতকাল থেকে শুরু হয়েছে এশিয়ান অ্যাথলেটিক্স। যেখানে ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডে ক্যারিয়ারসেরা টাইমিং গড়েন ইমরানুর। ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে নিজের অতীত টাইমিংকে ছাড়িয়ে পা রাখেন সেমিফাইনালে। সবমিলিয়ে হিটে ষষ্ঠসেরা টাইমিং ছিল তার।
গত বছর সেপ্টেম্বরে জাতীয় সামার মিটে ১০.২৮ সেকেন্ড দৌড় শেষ করেন ইমরানুর। এটাই ছিল তার সেরা টাইমিং। ইমরানুর যাতে ১০০ মিটারে ভালো করতে পারেন সে জন্য গতকাল (বুধবার) বাংলাদেশ অংশ নেয়নি ১০০ মিটার রিলেতে। ইমরানুরই চাননি ১০০ মিটার স্প্রিন্টের আগের দিন রিলেতে দৌড়াতে।
ইমরানুরকে নিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। পাশাপাশি ভালো টাইমিং করে অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাওয়ার চেষ্টা করবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এআর/এএইচএস