থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ইভেন্টে সেমিফাইনালে উঠেছেন জহির রায়হান। প্রথম রাউন্ডে তার টাইমিং ছিল ২১.৬৭ সেকেন্ড।
সেমিফাইনালে উঠার লড়াইয়ে আজ পাঁচটি হিট অনুষ্ঠিত হয়েছে প্রথম রাউন্ডে। জহির অংশ নেন দ্বিতীয় হিটে। যেখানে সাত জনের মধ্যে চতুর্থ হয়েছেন তিনি। প্রতি হিটে সেরা চার জন কোয়ালিফাই করেছেন সেমিফাইনালে। এছাড়াও তাদের বাইরে সেরা চার টাইমিং করা অ্যাথলেটরাও পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন।
স্থানীয় সময় সন্ধ্যা ৬.০৫ মিনিটে (বাংলাদেশ সময় ৫.০৫ মিনিট) অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ফাইনাল উঠার লড়াইয়ে প্রথম হিটেই অংশ নেবেন জহির। তিনটি হিটের সেরা দুইজন অ্যাথলেট সরাসরি চলে যাবেন ফাইনালে। এছাড়া তাদের পর দ্রুততম সময়ে শেষ করা পরের দুজনও ফাইনালে নাম লেখাবেন।
২০০ মিটারে জহিরের সেরা টাইমিং ২১.৫৩ সেকেন্ড। প্রথম রাউন্ড সেরা ৬ টি টাইমিংই ছিল ২১ সেকেন্ডের নিচে। তাই ফাইনালে জায়গা করে নেওয়াটা কঠিন চ্যালেঞ্জই হবে জহিরের জন্য।
এদিকে, চলতি আসরেই ক্যারিয়ারসেরা টাইমিং করে ১০০ মিটারে সেমিফাইনালে উঠেছিলেন আরেক বাংলাদেশি ইমরানুর রহমান। অল্পের জন্য ফাইনালে জায়গা করতে পারেননি তিনি। এবারের এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৫ অ্যাথলেট। ইমরানুর, জহির ছাড়া অন্য তিনজন রাকিবুল হাসান, মোহাম্মদ ইসমাইল ও রিতু আক্তার। গতকাল হাইজাম্পে রিতু আক্তার ক্যারিয়ার সেরার চেয়ে অনেক কম লাফিয়ে (১.৭০ মিটার) ১২তম হয়েছেন। দেশের সাবেক দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল আজ লংজাম্পে নামছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এএইচএস