ঢাকা: ২০২৪ সালে প্যারিসে যে অলিম্পিক হতে যাচ্ছে সেটির বিচ ভলিবলের বাছাইপর্বের খেলা আগামী ৮ সেপ্টেম্বর কক্সবাজারে শুরু হচ্ছে।
আয়োজক হিসেবে বাংলাদেশও এই বাছাই পর্বে খেলার সুযোগ পাচ্ছে।
শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা (১৯তম পুরুষ) ২০২২-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, অক্টোবরে স্কুল পর্যায়ে ভলিবল খেলার আয়োজন করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ছেলেমেয়েদের ঘরে বসে না থেকে মাঠে খেলাধুলায় অংশ নিতে। সিটি করপোরেশন থেকে প্রতি বছর মেয়রস কাপ আয়োজন করছি। মেয়রস কাপে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলার আয়োজন করা হয়। আগামী আসরে ব্যাডমিন্টন খেলাও অন্তর্ভুক্ত করা হবে।
মেয়র বলেন, গতবছর ডিসেম্বরে কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজন করে বঙ্গবন্ধু সেন্ট্রাল জোন বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ ফর মেনস এবং বঙ্গমাতা সেন্ট্রাল জোন বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ ফর উইমেন। এই আয়োজনে অংশ নিতে ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, উজবেকিস্তান ও কিরগিস্তানের ভলিবল খেলোয়াড়, কোচ ম্যানেজারসহ সবাই বার বার এই বিচে খেলার আশা প্রকাশ করেন সব খেলোয়াড়। কক্সবাজারের আবহাওয়া ও সমুদ্র সৈকতের বালুর গুণাগুণ দেখে সেন্ট্রাল এশিয়ান ভলিবল ফেডারেশন প্রেসিডেন্ট অলিম্পিক বাছাইয়ের খেলার জন্য ভেন্যু হিসেবে ঘোষণা করেছিলেন।
তিনি বলেন, উড়ন্ত বলের দুরন্ত খেলা ভলিবল। হারিয়ে যাওয়া ভলিবল এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ ভলিবল দল ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি ভলিবলও বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেবে।
বাংলাদেশ ভলিবল আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করছে উল্লেখ করে আতিকুল বলেন, ২০২২ সালের ডিসেম্বরে মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু সেন্ট্রাল এশিয়ান আন্ডার-২৩ আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ ভলিবল দল।
তিনি বলেন, ইরানে অনুষ্ঠিতব্য AVC Championship-2023 এ অংশ নিতে গত সপ্তাহে বাংলাদেশ জাতীয় ভলিবল দল ইরানে গিয়েছে। টুর্নামেন্টে ভালো ফলাফল করার লক্ষ্যে দুই মাস আগেই জাতীয় দলকে ইরানে পাঠিয়ে দিয়েছি। তারা সেখানে দুই মাস উন্নত প্রশিক্ষণ নিয়ে প্রতিযোগিতায় অংশ নিবে। ইরানের আন্তর্জাতিক কোচকে নিয়োগ দিয়েছি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি। বাংলাদেশ ভলিবল এগিয়ে যাচ্ছে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য সব সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানের আধুনিক স্টেডিয়াম নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী গত মে-জুন, ২০২৩ মাস পর্যন্ত “আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা (১৯তম পুরুষ) ২০২২-২০২৩” এর আঞ্চলিক পর্বের খেলা হয়। আঞ্চলিক বাছাই পর্বে মোট ৪৮টি জেলা অংশগ্রহণ করেছে এবং বাছাই পর্ব শেষে ২২- ২৭ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে মোট ১৪টি জেলা দল অংশগ্রহণ করছে। ২৭ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ১৪টি জেলা সমূহ:
গ্রুপ-ক: ১। পঞ্চগড় ২। ঢাকা ৩। কুমিল্লা ৪। বগুড়া
গ্রুপ-খ: ১। চট্টগ্রাম ২। বরিশাল ৩। গাজীপুর
গ্রুপ-গ: ১। দিনাজপুর ২। টাঙ্গাইল ৩। নড়াইল
গ্রুপ-ঘ: ১। কুষ্টিয়া ২। রাজশাহী ৩। পটুয়াখালী ৪। কিশোরগঞ্জ
বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এমএমআই/এসআইএ