ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এশিয়ান গেমস হকি

বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

চীনের হাংজুতে আসন্ন এশিয়ান গেমসে হকির ড্র অনুষ্ঠিত হয়েছে আজ (৮ আগস্ট) মঙ্গলবার। ড্র’তে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ।

তাদের সঙ্গে রয়েছে ভারত ও পাকিস্তান। এছাড়া গ্রুপের বাকি তিন প্রতিপক্ষ জাপান, সিঙ্গাপুর ও উজবেকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, ওমান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। দুই গ্রুপে ভাগ হয়ে ১২ দল খেলবে।  

দুটি গ্রুপ থেকে দুই চ্যাম্পিয়ন ও রানার্স-আপ সেমিফাইনাল খেলবে। বাকি দলগুলো লড়বে স্থান নির্ধারণী ম্যাচে।  

আগামী ২৩ সেপ্টেম্বর গেমসের উদ্বোধন হবে। পরের দিনই শুরু হবে হকি। প্রথম দিন বাংলাদেশের প্রতিপক্ষ জাপান। একদিন পুরুষ হকির ম্যাচ আরেকদিন নারী হকি। এভাবে সূচি করেছে এশিয়ান হকি ফেডারেশন। বাংলাদেশ শুধু পুরুষ হকিতেই অংশগ্রহণ করছে। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান ও ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

গ্রুপে তৃতীয় বা চতুর্থ হলে পঞ্চম অথবা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে ৫ অক্টোবর। ৬ অক্টোবর পুরুষ ও ৭ অক্টোবর নারী হকির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।